বিএনপি ক্ষমতায় গেলে সব পরিবারে ফ্যামিলি কার্ড দেবে : সেলিমা রহমান
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ২২ নভেম্বর ২০২৫, ২২:০৪
ছবি : বাংলাদেশের খবর
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভ করে সরকার গঠন করতে পারলে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপণ্য সরবরাহ করতে দেশের সব পরিবারে ফ্যামিলি কার্ড দেবে দলটি।
শনিবার (২২ নভেম্বর) বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘জিয়াউর রহমানের পথ অনুসরণ করে তার সহধর্মিণী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের জন্য উপবৃত্তি চালু করে দেশে নারীর শিক্ষার বিস্তার ঘটিয়েছিলেন।’
সেলিমা রহমান বলেন, ‘আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা দিয়েছেন নারীর ক্ষমতায়ন বৃদ্ধি, নারীর সুরক্ষা নিশ্চিত করা এবং সাইবার বুলিং প্রতিরোধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড চালু করবে, যার মাধ্যমে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়া যাবে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘শুধু বগুড়া নয়, পুরো দেশের মানুষ গত ১৭ বছর ধরে ভোটাধিকার বঞ্চিত। গণতন্ত্র পুনরুদ্ধার করতে গিয়ে বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে স্বৈরাচার সরকার।’
বগুড়াকে বিএনপির গৌরবের জেলা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ‘এই জেলারই সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। তাই বগুড়া আমাদের গর্বের স্থান।’
সমাবেশে প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দলীয় নেতা-কর্মীদের দোয়া অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশটি পরিচালনা করেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন- জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক এমপি মোশারফ হোসেন।
উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সম্পাদক শেখ তাহাউদ্দিন নাহিন, বিএনপি নেতা শাহাদত হোসেন, মিজানুর রহমান মিজান, শামীম রেজা শামীম, এনামুল হক সুমনসহ জেলা মহিলা দলের সভাপতি শাহজাদি ও সাধারণ সম্পাদক নাজমা আক্তার।
আয়োজনে প্রায় ৫ হাজার নারী অংশগ্রহণ করেন, যা পুরো মাঠকে উৎসবমুখর করে তোলে।
- জুয়েল হাসান/এমআই

