Logo

সারাদেশ

উত্তরে শীতের প্রকট বাড়ছে, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১০:২৮

উত্তরে শীতের প্রকট বাড়ছে, তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

ছবি : বাংলাদেশের খবর

উত্তরের হিমশীতল জেলা পঞ্চগড়। শীতের প্রকট দিন দিন বাড়ছে। এ জেলায় তাপমাত্রা বিরাজ করছে ১২ ডিগ্রির ঘরে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায়ও একই তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এর আগে রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এবং গত ১১ নভেম্বরও ১২ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। তখন থেকেই তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।

মঙ্গলবার সকালে আবহাওয়া সংক্রান্ত তথ্য জানিয়েছে জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার অফিস।

সকালে বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, হালকা কুয়াশা ভেদ করে উঠেছে ভোরের সূর্য। তবে বাতাসের কারণে কনকনে শীত অনুভূত হচ্ছে। দিনের তাপমাত্রা উষ্ণ থাকলেও সন্ধ্যার পর থেকেই শীতের মাত্রা বাড়তে শুরু করে। শীতের কারণে গরম কাপড় পরছেন এ অঞ্চলের মানুষ। রাতে মোটা কম্বল বা লেপ ব্যবহার করছেন তারা।

স্থানীয় নারীরা জানান, দিনের তুলনায় রাতের ঠাণ্ডা বেশি অনুভূত হয়। ভোর পর্যন্ত বেশ ঠান্ডা লাগে। এ সময় ঘরের বিছানাপাতি, মেঝে, পানি ও আসবাবপত্রও ঠাণ্ডা হয়ে যায়। তবে সকালে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে ঠান্ডার অনুভূতি কমে যায়। সকাল থেকে বিকেল পর্যন্ত রোদের কারণে তাপমাত্রা তুলনামূলকভাবে উষ্ণ থাকে। বাড়িতে শিশু ও বৃদ্ধরা শীতে কষ্ট পাচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, শীত পড়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায়ও একই রেকর্ড হয়েছে। রোববার (২৩ নভেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল এবং গত ১১ নভেম্বরও ১২ দশমিক ৬ ডিগ্রি রেকর্ড করা হয়েছিল। তখন থেকেই তাপমাত্রা ১৪ থেকে ১৫ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে।

এসকে দোয়েল/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর