Logo

সারাদেশ

বান্দরবানে পিআইবির ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ শুরু

Icon

সোহেল কান্তি নাথ, বান্দরবান

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৫, ১৩:২৮

বান্দরবানে পিআইবির ৩ দিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ শুরু

ছবি : বাংলাদেশের খবর

বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট (পিআইবি)-এর উদ্যোগে বান্দরবানে শুরু হয়েছে তিন দিনব্যাপী ডিজিটাল মিডিয়া প্রশিক্ষণ কর্মশালা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বান্দরবান প্রেসক্লাবের হলরুমে অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ প্রশিক্ষণের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সম্পাদক এন এ জাকির এবং পিআইবির প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ডিজিটাল প্রযুক্তির অগ্রগতির সঙ্গে সঙ্গে গণমাধ্যমে এসেছে ব্যাপক পরিবর্তন। অনলাইন প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া এবং মাল্টিমিডিয়া জার্নালিজম এখন সংবাদ পরিবেশনের গুরুত্বপূর্ণ মাধ্যম। এ কারণে সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে পিআইবি নিয়মিতভাবে দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করছে।

তিন দিনব্যাপী কর্মশালায় স্থানীয় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনমাধ্যমের প্রায় অর্ধশত সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণে মোবাইল জার্নালিজম (MoJo), ডিজিটাল কনটেন্ট প্রডাকশন, ফ্যাক্ট-চেকিং, সোশ্যাল মিডিয়া জার্নালিজম, নিউজ রাইটিং ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংসহ সমসাময়িক বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

পিআইবির অভিজ্ঞ প্রশিক্ষকরা হাতে-কলমে ব্যবহারিক সেশন পরিচালনা করছেন। আয়োজকরা জানান, প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদ দেয়া হবে। ভবিষ্যতে বান্দরবানে আরও উন্নতমানের মিডিয়া প্রশিক্ষণ আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণমাধ্যম

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর