সুনামগঞ্জে জামায়াত নেতা আবুল বাসার মারা গেছেন
সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৫, ১৯:৫০
ইসলামী ছাত্র শিবিরের সাবেক সুনামগঞ্জ জেলা সভাপতি ও বিশ্বম্ভপুর উপজেলা জামায়াতের সাবেক আমীর এবং সুনামগঞ্জ জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট আবুল বাসার মারা গেছেন।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ৯টায় হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
আবুল বাসার মঙ্গলবার রাত ৮টায় স্থানীয় পলাশ বাজারে জামায়াত মনোনীত প্রার্থীর পক্ষে নির্বাচনী সভায় বক্তৃতা করছিলেন। বক্তৃতার মাঝখানে তিনি বুকে ব্যথা অনুভব করলে তাকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় করে সুনামগঞ্জ সদর হাসপাতালের উদ্দেশ্যে রওয়ানা করা হয়। পথিমধ্যে তিনি মারা যান।
সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট শামস উদ্দিন জানান, বক্তৃতার এক পর্যায়ে আবুল বাসার উত্তেজিত হয়ে পড়েন। সভার চলাকালীন আবুল বাসারের মৃত্যু সংবাদ শুনে নির্বাচনী সভায় শোকের ছায়া নেমে আসে।
বুধবার সকাল সাড়ে ১০টায় সুনামগঞ্জ আইনজীবী সমিতি প্রাঙ্গণে প্রথম ও তার নিজ গ্রাম বিশ্বম্ভপুর উপজেলার ছাতারকোনা গ্রামের মাঠে দুপুর ২টায় দ্বিতীয় জানাজা শেষে তাকে দাফন করা হয়। বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ আদালতে ফুল কোর্ট ডেথ রেভারেন্স অনুষ্ঠিত হয় এবং মরহুম অ্যাডভোকেট আবুল বাসারের স্মরণে আদালতের কার্যক্রম মুলতবি রাখা হয়।
আবুল বাসারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান, নায়েবে আমীর অ্যাডভোকেট শামস উদ্দিন, নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সুনামগঞ্জ জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, জেলা সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা শিবির সভাপতি মেহেদী হাসান তুহিন প্রমুখ। তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
আব্দুল হালিম/এইচকে

