Logo

সারাদেশ

নওগাঁয় দুই মাথা, তিন হাত নিয়ে নবজাতকের জন্ম

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ১৯:৩৮

নওগাঁয় দুই মাথা, তিন হাত নিয়ে নবজাতকের জন্ম

ছবি : বাংলাদেশের খবর

নওগাঁয় দুই মাথা ও তিনটি হাত নিয়ে জন্ম নেওয়া এক নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে শিশুটির জন্ম হয়। কিন্তু জন্মের মাত্র এক ঘণ্টা পরই তার মৃত্যু হয়।

নওগাঁ জেলা শহরের প্রাইম ল্যাব অ্যান্ড হাসপাতালে সদর উপজেলার রকির স্ত্রী আরিফা নামের এক গৃহবধূ নবজাতকটির জন্ম দেন। শিশুটির এমন বিরল শারীরিক গঠনের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে উৎসুক মানুষের ভিড় জমে।

হাসপাতাল সূত্র জানায়, শিশুটির দেহে বিরল ধরনের জন্মগত বিকৃতি (Congenital Anomaly) থাকায় তার একাধিক অঙ্গপ্রত্যঙ্গ সঠিকভাবে কাজ করছিল না। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা সত্ত্বেও জন্মের একঘণ্টা পর শিশুটির মৃত্যু হয়।

নবজাতকের পরিবার জানায়, গর্ভাবস্থায় কয়েকবার আল্ট্রাসনোগ্রাম করা হলেও শিশুর এই অস্বাভাবিকতা আগে ধরা পড়েনি। এমন মর্মান্তিক ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, জিনগত জটিলতা বা ভ্রূণ বিভাজনজনিত সমস্যার কারণে এই ধরনের বিরল ঘটনা ঘটে থাকে। চিকিৎসকেরা এই ঘটনাকে কুসংস্কারের ঊর্ধ্বে রেখে বৈজ্ঞানিক দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন।

  • এম এ রাজ্জাক/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নবজাতক মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর