Logo

সারাদেশ

ভোলায় পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

Icon

লালমোহন (ভোলা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২১:৪২

ভোলায় পুকুরে ডুবে কিশোরীর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

ভোলার লালমোহন উপজেলায় খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে ১৫ বছরের মালা আক্তারের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরভূতা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হরিগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মালা আক্তার চট্টগ্রামের পাঁচলাইশ থানার মোল্লা গ্যারেজ এলাকার মো. আবুল কাশেমের মেয়ে। 

জানা গেছে, প্রায় এক মাস আগে মায়ের সঙ্গে খালার বাড়িতে বেড়াতে আসে মালা। বৃহস্পতিবার সন্ধ্যায় হাত-মুখ ধোয়ার জন্য বাড়ির পুকুরে যায় কিশোরী। এ সময় অসাবধানতাবশত পা পিছলে পুকুরে পড়ে যায়। সাঁতার না জানায় পানি থেকে বের হতে পারেনি।

পড়শী আরিফ কিশোরীকে পানিতে ভাসতে দেখে ডাক চিৎকার দেন। স্বজনরা এসে মালাকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • মো. সোয়েব মেজবাহউদ্দিন/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মৃত্যু পানিতে মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর