Logo

সারাদেশ

নারায়ণগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬টি ভবনকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৫, ২১:৪৯

নারায়ণগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ৬টি ভবনকে ‘ঝুঁকিপূর্ণ’ ঘোষণা

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমিপল্লী এলাকায় গত ২১ নভেম্বর সারা দেশে ৫.৭ মাত্রার ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত বেশ কয়েকটি ভবন পরিদর্শন করেছে রাজউক।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত ইঞ্জিনিয়ার ইনস্টিটিউশন অব বাংলাদেশ ও রাজউকের বিশেষজ্ঞ প্রকৌশলীদের নেতৃত্বে প্রতিনিধি দল ভবনগুলো পরিদর্শন করে।

পরিদর্শনের সময় ভূমিকম্পে হেলে পড়া তিনটি ভবনসহ ছয়টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সাইনবোর্ড টানানো হয়। বাসিন্দাদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়ার জন্য বাড়ির মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে।

ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন অব বাংলাদেশ (আইআইবি) এর ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী এ টি এম তানভীরুল হাসান তমাল জানান, ক্ষতিগ্রস্থ তিনটি ভবনের ফাউন্ডেশন, বেজমেন্ট ও পাইলিং দুর্বল থাকায় হেলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেতরে কোনো ফাটল দেখা না গেলেও ভবনের পাইলিং আরও গভীর হওয়া উচিত ছিল। পর্যবেক্ষণের ভিত্তিতে রিপোর্ট আকারে রাজউককে সহযোগিতা প্রদান করা হবে।

রাজউক নারায়ণগঞ্জ জোন-৮ এর অথোরাইজড অফিসার প্রকৌশলী রংগন মন্ডল জানান, ঝুঁকিপূর্ণ ছয়টি ভবন পুনরায় বুয়েটসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষা নিরীক্ষা করা হবে। যতক্ষণ পর্যন্ত ভবন নিরাপদ বলে বিবেচিত হবে না, ততক্ষণ সেগুলো ব্যবহার করা যাবে না। ভবনগুলো খালি করা হয়ে পুনরায় পরীক্ষার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন দাখিল করা হবে এবং পরবর্তী নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

  • ইমতিয়াজ আহমেদ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভূমিকম্প

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর