Logo

সারাদেশ

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটি গঠন

Icon

শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৫:১৪

শ্রীমঙ্গলে শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটি গঠন

ছবি : বাংলাদেশের খবর

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে গণঅধিকার পরিষদের অঙ্গসংগঠন শ্রমিক অধিকার পরিষদের শ্রীমঙ্গল উপজেলা শাখার ১২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জলিল মিয়াকে সভাপতি ও জমসেদ আলীকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে শহরের রিজিক রেস্টুরেন্টের হলরুমে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রমিক অধিকার পরিষদের জেলা কমিটির সভাপতি খালেদ আহমেদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ও মৌলভীবাজার-৩ আসনের এমপি পদপ্রার্থী অপু রায়হান, শ্রীমঙ্গল উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি হারুনুর রশিদ, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মখলিসুর রহমান, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আমির আলী প্রমুখ।

সভায় বক্তারা বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ে সংগঠনের শক্তিশালী ভূমিকা রাখতে হবে। কর্মক্ষেত্রে নিরাপত্তা, ন্যায্য মজুরি ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তারা। নতুন নেতৃত্বের মাধ্যমে শ্রমিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন আরও বেগবান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।

  • আল ইব্রাহিম/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গণঅধিকার পরিষদ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর