খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফেনীতে ছাত্রশিবিরের দোয়া
ফেনী প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৫:২৯
ছবি : বাংলাদেশের খবর
হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ফেনীতে বিশেষ দোয়া ও মোনাজাত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্রশিবির।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) জেলার দাগনভূঞা উপজেলা জায়লস্কর ইউনিয়নস্থ সিলোনীয়া মডেল শাখার উদ্যোগে আয়োজিত দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- ফেনী জেলা ছাত্রশিবিরের জেলা সভাপতি আবু হানিফ হেলাল।
স্থানীয় আল ফালাহ জামে মসজিদে অনুষ্ঠিত উক্ত দোয়া ও মোনাজাতে বিশেষ অতিথি হিসেবে অংশ নিয়ে দোয়া পরিচালনা করেন দাগনভূঞা উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান।
এ সনয় অন্যান্যদের এম উপস্থিত ছিলেন- সিলোনীয়া মডেল শাখা ছাত্র শিবিরের সভাপতি তানভীর বিন মিশকাত ও সেক্রেটারি মো. ছামিসহ সংগঠনটি বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী-সমর্থরা।
- এম. এমরান পাটোয়ারী/এমআই

