Logo

সারাদেশ

শীতলক্ষা বাঁচাতে ৬ দফা বাস্তবায়নে জামায়াত প্রার্থীর র‌্যালি

Icon

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৫:৫৪

শীতলক্ষা বাঁচাতে ৬ দফা বাস্তবায়নে জামায়াত প্রার্থীর র‌্যালি

ছবি : বাংলাদেশের খবর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদী রক্ষায় ছয় দফা অঙ্গীকার বাস্তবায়নের দাবিতে র‌্যালি বের করেছেন নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা। 

শুক্রবার (২৮ নভেম্বর) সকালে মুরাপাড়া কলেজ চত্বর থেকে ‘সেভ শীতলক্ষ্যা’ শীর্ষক ব্যানার নিয়ে র‌্যালিটি বের হয়ে হাটাব বাজারে গিয়ে শেষ হয়। প্রায় তিন কিলোমিটার পথ অতিক্রম করে অনুষ্ঠিত এই র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশ নেন।

র‌্যালির উদ্বোধন করেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান। সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, শীতলক্ষা শুধু একটি নদী নয়, বরং রাজধানী ও নারায়ণগঞ্জের প্রাণ। কখনো এ নদীতে স্বচ্ছ পানি আর নাব্যতা ছিল। কিন্তু ‘অসৎ নেতৃত্ব, দুর্নীতি ও দখলবাজির’ কারণে নদীটি আজ দূষণ ও ধ্বংসের মুখে পড়েছে। আগামী প্রজন্মের ভবিষ্যৎ সুরক্ষায় শীতলক্ষ্যাসহ দেশের নদীগুলো বাঁচাতে সৎ নেতৃত্বের প্রয়োজন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

সমাবেশে প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা নদী রক্ষায় তাঁর ঘোষিত ছয় দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, শীতলক্ষ্যা ইতিহাস, ঐতিহ্য, অর্থনীতি ও পরিবেশের অংশ। অথচ দখল, দূষণ ও অব্যবস্থাপনার কারণে নদীটির অস্তিত্বই আজ হুমকিতে। জনগণ তাঁকে সুযোগ দিলে নদী পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

ছয় দফা অঙ্গীকার হলো—

  •  নদী দখলকারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ।
  • নদীর দু’পাড়ে সবুজ বেষ্টনী গড়ে তোলা।
  • নদীর পানি পরিষ্কার ও দূষণ নিয়ন্ত্রণ।
  • আধুনিক ওয়াকওয়ে, লাইটিং ও বিনোদন সুবিধা স্থাপন।
  • পরিবেশবান্ধব নদী পরিবহন ব্যবস্থা প্রবর্তন।
  • নদীকেন্দ্রিক নতুন কর্মসংস্থান সৃষ্টি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী খান, জেলা আইন সম্পাদক অ্যাডভোকেট ইসরাফিল, জেলা শিবির সভাপতি আকরাম হোসেন, রূপগঞ্জ উত্তর ও পশ্চিম শাখার আমির আবদুল মজিদ, মাওলানা ফারুক আহমাদ, বিভিন্ন শাখার সেক্রেটারি আনিসুর রহমান, খাইরুল ইসলাম ও মোহাম্মদ হানিফ ভূঁঞাসহ স্থানীয় নেতারা।

  • এন বি আকাশ/এমআই

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর