হাতপাখা, দাঁড়িপাল্লা জীবনেও জিততে পারবে না : মোশাররফ হোসেন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৬:৩৬
ছবি : বাংলাদেশের খবর
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন বলেছেন, হাতপাখা, দাঁড়িপাল্লা দিয়ে এই অঞ্চলে কিছু হবে না। জীবনে জিততে পারে নাই আগামীতেও জিততে পারবে না।
শুক্রবার (২৮ নভেম্বর) দুপুর বারোটায় উপজেলার মধ্য পাটুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চম্পাপুর ইউনিয়ন মহিলা দলের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের প্রত্যেক পরিবারের বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসা হবে। বেকার যুবকদের বেকার ভাতার আওতায় নিয়ে আসা হবে। এছাড়া নারীদের উন্নয়নে বিগত দিনে বেগম জিয়া ব্যাপক ভূমিকা রেখেছে, ক্ষমতায় গেলে ভবিষ্যতেও নারীদের উন্নয়নের কাজ করবে বিএনপি।
চম্পাপুর ইউনিয়ন বিএনপি'র মহিলা দলের সভাপতি রাশিদা বেগমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, সাধারণ সম্পাদক এ্যাড. হাফিজুর রহমান চুন্নু ও উপজেলা মহিলা দলের সভানেত্রী এবং সম্পাদক সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সভায় মহিলা দলের এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
- জাকারিয়া জাহিদ/এমআই

