বাউল শিল্পী আবুল সরকারের ফাঁসির দাবিতে লালমোহনে বিক্ষোভ
লালমোহন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৫, ১৬:৪০
ছবি : বাংলাদেশের খবর
মহান আল্লাহ তায়ালা ও পবিত্র আল কোরআন নিয়ে অশালীন কটূক্তি করায় ভণ্ড বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ভোলার লালমোহনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ নভেম্বর) বাদ জুমা লালমোহন উপজেলার সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার ব্যানারে পৌর শহরের বিভিন্ন মসজিদ থেকে খণ্ড খণ্ড বিক্ষোভ মিছিল এসে লালমোহন চৌরাস্তার মোড়ে এসে সমবেত হয়।
পরে চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। লালমোহন করিম রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল আওয়ালের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন লালমোহন প্রেসক্লাবের আহ্বায়ক সোহেল মো. আজিজ শাহীন, ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. মোশাররফ হোসাইন, যুবদলের সভাপতি শাহিনুল ইসলাম কবির হাওলাদার, উত্তর বাজার জামে মসজিদের খতিব মুফতি মইনুল ইসলাম ও ইদগাও মসজিদের খতিব মাওলানা ইমরান আতিক রাজিব প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বাউল শিল্পী আবুল সরকার মহান আল্লাহ তায়ালা ও পবিত্র কোরআন শরিফ নিয়ে যে অশালীন ও কুরুচিপূর্ণ কটূক্তি করেছে এতে আমাদের মুসলমানদের রক্তক্ষরণ হচ্ছে। আমরা বর্তমান সরকারের কাছে বাউল আবুল সরকারের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি করছি। না হয় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। প্রতিবাদ সমাবেশ শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর বাউল আবুল সরকারের কুশপুত্তলিকা দাহ করেন উপস্থিত অংশগ্রহণকারীরা।
- মো. সোয়েব মেজবাহউদ্দিন/এমআই

