Logo

সারাদেশ

নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ১১ বাড়ি পুড়ে ছাই, নিহত ১

Icon

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২৫, ২১:৩১

নবাবগঞ্জে অগ্নিকাণ্ডে ১১ বাড়ি পুড়ে ছাই, নিহত ১

ছবি : বাংলাদেশের খবর

দিনাজপুরের নবাবগঞ্জে শর্ট সার্কিট থেকে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বাড়ি ভস্মীভূত হয়েছে। এতে রইচ উদ্দিন (৬২) নামে এক ব্যক্তি দগ্ধ হয়ে মারা যান। আগুনে ৭টি গরুও পুড়ে গেছে।

মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত ৭টার দিকে মাহমুদপুর ইউনিয়নের মহারাজপুর গুচ্ছগ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সন্ধ্যার পর একটি ঘরে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত আগুন আশপাশের বাড়িতে ছড়িয়ে পড়লে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের সঙ্গে স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনে।

ঘটনার পরই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান এবং মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসান সালাউদ্দিন।

উপজেলা নির্বাহী অফিসার জিল্লুর রহমান বলেন, ‘১১টি বাড়ি, ৭টি গরু পুড়ে গেছে এবং একজন নিহত হয়েছেন। ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে। দ্রুত পুনর্বাসনের ব্যবস্থা নেওয়া হবে।’

মো. লুৎফর রহমান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

অগ্নিকাণ্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর