লালমনিরহাটে বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি সভা, খুদে বিজ্ঞানী পেল সম্মাননা
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৬
ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটের কালীগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সহযোগিতায় বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) সকালে বিজ্ঞানসেবী সংস্থা ‘প্রফিট ফাউন্ডেশন’-এর আয়োজনে সংস্থার স্থানীয় কার্যালয়ে সভাটির আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন প্রফিট ফাউন্ডেশনের পরিচালক মো. নুরুজ্জামান আহমেদ। ‘বিজ্ঞান হোক আমাদের চালিকাশক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীসহ স্থানীয় বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. তাহেরুল ইসলাম, দলগ্রাম দাখিল মাদ্রাসার সুপার মো. নুরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভিএফএ মো. মেহেদী হাসান, সংস্থার চেয়ারম্যান মোতাহারা বেগম এবং প্রোগ্রাম অফিসার মো. শাহিনুর ইসলাম।
জাতীয় পর্যায়ের প্রফিট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জানান, দীর্ঘদিন ধরে সংস্থাটি বৈজ্ঞানিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠক, লিফলেট বিতরণ ও নানা ক্যাম্পেইন পরিচালনা করে আসছে। ভবিষ্যতে আরও ব্যাপক পরিসরে এসব কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
আলোচনা সভা শেষে খুদে বিজ্ঞানীদের মধ্যে নির্বাচিত কয়েকজন বিজয়ীর হাতে পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয়।
রাহেবুল ইসলাম টিটুল/এআরএস

