Logo

সারাদেশ

ফেনীতে অসুস্থ কৃষকের জমির ধান কেটে দিল ছাত্রদল

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৩

ফেনীতে অসুস্থ কৃষকের জমির ধান কেটে দিল ছাত্রদল

ফেনীর পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নের উত্তর কাউতলী গ্রামের ক্যান্সারে আক্রান্ত অসুস্থ কৃষক খোকা মিয়ার ৬০ শতাংশ জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছেন উপজেলার ছাত্রদলের কর্মীরা। 

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) সকালে পরশুরাম উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সামিম ভূঁঞা সুমনের নেতৃত্বে এ মানবিক কার্যক্রম পরিচালিত হয়। অসুস্থ  কৃষক খোকা মিয়া এক মাস ধরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন। 

তিনি গাছ কাটার সময় মারাত্মকভাবে আহত হন। এঅবস্থায় তার বর্গা নেওয়া জমির ধান পেকে নষ্ট হওয়ার উপক্রম হলে ছাত্রদলের নেতাকর্মীরা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন।

ধান কাটার কাজে অংশ নেন বটতলী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসা ছাত্রদলের সভাপতি মো. মামুন, সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন হৃদয়, মির্জানগর ইউনিয়নের ছাত্রনেতা ওমর ফারুক, আবুল হোসেন জনি, সুজন, হোসেন, বাদশা, রাজু, সিদ্দিক, কাদের, শাকিব, মুন্না, আজিজ, মুরাদ, মো. হাসান, রহিম, মহিদুল হাসান, দিদারসহ স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা।

অসুস্থ কৃষক খোকা মিয়ার বড় ছেলে শিফাত বলেন, ‘আমার বাবা এক মাস ধরে হাসপাতালে আইসিইউতে। জমির ধান পেকে গেছে কিন্তু কাটার কেউ ছিল না। এমন সময় ছাত্রদলের নেতা  সামিম ভূঁঞা সুমন পাশে দাঁড়িয়েছেন। আমাদের পরিবার তার প্রতি চির কৃতজ্ঞ।’

ছাত্রদল নেতা সামিম ভূঁঞা সুমন বলেন, ‘খোকা মিয়া দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন। তার জমির ধান নষ্ট হয়ে যাচ্ছিল। আমাদের নেতা তারেক রহমানের ‘কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ’ এই স্লোগান ও ফেনী-১ আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনুর ভাইয়ের নির্দেশনা অনুযায়ী আমরা মানুষের পাশে থেকে কাজ করছি। আগামীতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।’

এম. এমরান পাটোয়ারী /এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ছাত্রদল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর