Logo

সারাদেশ

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

Icon

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১০:৪৩

শিবচরে এক্সপ্রেসওয়েতে বাসচাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ছবি : বাংলাদেশের খবর

মাদারীপুরের শিবচরে ঢাকা–ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাসের ধাক্কায় শাহাদাত হোসেন ঢালী (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে কুতুবপুর ইউনিয়নের সীমান্ত এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহাদাত শিবচর উপজেলার পাঁচ্চর ইউনিয়নের হোগলারমাঠ ঢালীকান্দি গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, ব্যক্তিগত কাজ শেষে বাহাদুরপুর জামিয়াতুস সুন্নাহ মাদরাসা থেকে মোটরসাইকেল যোগে ঢাকার দিকে যাচ্ছিলেন শাহাদাত। পথিমধ্যে কুতুবপুর সীমান্ত এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শিবচর ১০০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহাদাতকে মৃত ঘোষণা করেন।

মো. খলিল মিয়া/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর