Logo

সারাদেশ

ভাঙ্গায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৩

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২৫, ১২:৫৬

ভাঙ্গায় বাস-অটোর সংঘর্ষে নিহত ৩

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর

ফরিদপুরের ভাঙ্গায় ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এর মধ্যে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও এক শিশু মারা যায়। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

শুক্রবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। তারা হলেন- উপজেলার পূর্ব সদরদী গ্রামের কবিরুলের স্ত্রী রিমু আক্তার (২২), তাদের তিন বছরের শিশু রায়ান ও রিমুর মা নূরজাহান বেগম (৫০)। অন্য নিহত ব্যক্তির পরিচয় এখনো পাওয়া যায়নি।

দুর্ঘটনায় আহতরা হলেন- শান্তা (৩০), শাহ-আলম ফকির (৩৫), জহিরুল (৫০) ও ফারজানা (২৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভাঙ্গা থেকে একটি অটোরিকশা পূর্ব সদরদী বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি কৈডুবি রেলক্রসিং এলাকায় পৌঁছালে কুয়াকাটা থেকে মুজিবনগরগামী নিউ মডার্ন পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পর শিশু রায়ানও মারা যায়।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. আশরাফ হোসেন জানান, নিহতদের মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। ঘাতক বাসের চালক ও সহকারী পালিয়ে গেলেও বাসটি আটক করা হয়েছে। আইনগত প্রক্রিয়া চলছে।

ইমরান মুন্সী/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা নিহত ব্রেকিং নিউজ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর