Logo

সারাদেশ

শীতে কাঁপছে পঞ্চগড়, তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কমল

Icon

এসকে দোয়েল, পঞ্চগড়

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০১

শীতে কাঁপছে পঞ্চগড়, তেঁতুলিয়ায় তাপমাত্রা আরও কমল

ছবি : বাংলাদেশের খবর

উত্তরের হিমেল বাতাসে কাঁপছে পঞ্চগড়। জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে শনিবার (৬ ডিসেম্বর) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস। কয়েক দিন ধরে ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করা পারদ আরও নিচে নেমে আসায় শীত বেড়েছে, দুর্ভোগে পড়েছেন নিম্ন আয়ের মানুষ।

ভোরে কুয়াশায় মোড়া থাকে বিভিন্ন এলাকা। কুয়াশা কাটলেও হিম বাতাসে টের পাওয়া যায় কনকনে শীত। দিনের বেলায় কিছুটা উষ্ণতা থাকলেও দুপুর গড়াতেই আবার নেমে আসে হিমেল বাতাস। রাত বাড়ার সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা। ঘরে লেপ–কম্বল দিয়েও অনেকের ঠান্ডা কমছে না।

সকালে স্থানীয় বাসিন্দা হানিফ আলী ও হোসেন আলী বলেন, ‘গতকালের চেয়ে আজ ঠান্ডা বেশি লাগছে। রাতে খুব ঠান্ডা ছিল। লেপ–কম্বল নিলেও ঠান্ডা কমছে না। দিনের রোদটাও কেমন মিষ্টি লাগে।’

গ্রামের নারীরা জানান, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত ঠান্ডা বেশি থাকে। রাতে বিছানাপত্র, পানি, মেঝে—সবই বেশ ঠান্ডা হয়ে যায়। শিশু ও বয়স্কদের শীতজনিত কষ্ট বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘তাপমাত্রা কমেছে। আজ ভোর ৬টায় ১১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েক দিন ধরেই তাপমাত্রা ১২ ডিগ্রির ঘরে ছিল।’

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর