ঝালকাঠির কাঠালিয়ায় ৫ অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিলেন ম্যাজিস্ট্রেট
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৩
ছবি : বাংলাদেশের খবর
পরিবেশের ক্ষতি সাধনকারী এবং লাইসেন্সবিহীন ইটভাটার বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে ঝালকাঠি জেলা প্রশাসন কঠোর।
রোববার (৭ ডিসেম্বর) ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলায় অভিযান চালিয়ে পাঁচটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ইসমিন মেরিনা অভিযানের নেতৃত্ব দেন। এ সময় তার সঙ্গে ছিলেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আঞ্জুমান নেছা এবং ফায়ার সার্ভিসের একটি দল।
অভিযান চলাকালীন ফায়ার সার্ভিসের সহায়তায় বেকু (এক্সকাভেটর) ব্যবহার করে পাঁচটি ইটভাটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, এই ইটভাটাগুলো পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়া দীর্ঘদিন ধরে কার্যক্রম চালাচ্ছিল, যা পরিবেশ দূষণ এবং ফসলি জমির জন্য মারাত্মক ক্ষতিকর।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না ইসমিন মেরিনা বলেন, ‘আইন অমান্যকারীদের বিরুদ্ধে প্রশাসন কোনো ছাড় দেবে না। পরিবেশ সুরক্ষা এবং স্থানীয় জনস্বার্থ রক্ষার জন্য এই অভিযান সম্পন্ন করা হয়েছে।’
রহিম রেজা/এআরএস

