Logo

সারাদেশ

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১৭:০২

নওগাঁয় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত

নওগাঁর নিয়ামতপুর উপজেলার ডাঙ্গাপাড়া এলাকায় দ্রুতগতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে রুবেল হোসেন (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

রোববার (৭ ডিসেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। রুবেলের সঙ্গে থাকা তাঁর দুই বন্ধু আল-আমিন (২৫) ও আশরাফুল ইসলাম (২৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় দুজনকেই রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) পাঠানো হয়।

পুলিশ জানায়, ‘ডাঙ্গাপাড়া গ্রামসংলগ্ন সড়ক দিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলটি দ্রুতগতির কারণে নিয়ন্ত্রণ হারায় এবং রাস্তার পাশে থাকা একটি গাছে ধাক্কা খায়।’

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এম এ রাজ্জাক/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর