বাংলাদেশের খবর
ঝিনাইদহের সদর উপজেলায় গাছ বিক্রির টাকা নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের বটির কোপে সোহেল হোসেন (৩৮) নামে একজন নিহত হয়েছেন। রোববার (৭ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে উপজেলার বেতাই পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত সাব্বির আহমেদ ওরফে জুয়েল রানা (৩০) পলাতক রয়েছেন।
নিহত সোহেল হোসেন একই গ্রামের মো. শফিউদ্দিনের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের থেকে জানা গেছে, অভিযুক্ত জুয়েল রানা সৌদি প্রবাসী। কয়েকমাস আগে তিনি দেশে ফিরেছেন। সম্প্রতি বড় ভাই সোহেল হোসেনের সঙ্গে তার টাকা পয়সা নিয়ে বিরোধ দেখা দেয়। রোববার সকালে পৈত্রিক গাছ বিক্রির টাকার ভাগবাঁটোয়ারা নিয়ে দুই ভাই বিরোধে জড়িয়ে পড়ে।
সকালে বিরোধের একপর্যায়ে বড় ভাই সোহেল হোসেনের বটির আঘাত ছোট ভাই জুয়েল রানা আহত হন। পরে দুপুরে ক্ষিপ্ত হয়ে ছোট ভাই জুয়েল রানা ধারালো বঁটি দিয়ে সোহেল হোসেনের বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।
এ ঘটনায় অভিযুক্ত জুয়েল রানা বাড়ি থেকে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনার পর থেকে জুয়েল পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের অভিযান চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।’
এম বুরহান উদ্দীন/এনএ

