নোয়াখালীতে গ্যাস সরবরাহের দাবিতে সড়ক অবরোধ, অফিস ঘেরাও
নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৫, ১৭:৪৯
ছবি : বাংলাদেশের খবর
নোয়াখালী পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গ্যাস সরবরাহ সচল রাখার দাবিতে সোমবার (৮ ডিসেম্বর) ভুক্তভোগী নারী-পুরুষরা বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের নোয়াখালী আঞ্চলিক কার্যালয় ঘেরাও ও সড়ক অবরোধ করে।
সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অফিসটি ঘেরাও রাখার ফলে ইসলামিয়া সড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যানবাহন চলাচল স্বাভাবিক করে।
অবরোধকারীরা জানান, দীর্ঘদিন ধরে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের গ্রাহকরা নিয়মিত গ্যাস পাচ্ছেন না। এতে গৃহস্থালী কাজসহ সাধারণ জীবনযাত্রায় চরম ভোগান্তি পোহাচ্ছেন। একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়েও কোনো সমাধান হয়নি। তাই বাধ্য হয়ে তারা সড়ক অবরোধ ও অফিস ঘেরাও করেন।
বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশনের জেনারেল ম্যানেজার ইকবাল হোসেন জানান, ‘আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করে ঊর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে কথা বলে আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি সমাধানের চেষ্টা করা হবে।’
দ্বীপ আজাদ/এআরএস

