Logo

সারাদেশ

চাঁদপুরে সেনাবাহিনী ও ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা আদায়

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ২০:৩০

চাঁদপুরে সেনাবাহিনী ও ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১ লাখ টাকা জরিমানা আদায়

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানের এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে জেলার হাইমচর উপজেলার আলগী বাজারে এ অভিযান পরিচালনা করে অধিদপ্তরের জেলা কার্যালয়। অভিযান পরিচালনা করেন সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান।

তিনি জানান, অভিযানের সময় বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া যায়। এর ভিত্তিতে মদিনা বেকারির মালিককে মেয়াদোত্তীর্ণ তারিখ ছাড়া খাদ্যদ্রব্য তৈরির দায়ে ২০ হাজার টাকা, পলাশ মেডিকেল হলের মালিককে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের দায়ে ৩০ হাজার টাকা, মেসার্স মিলন মেডিকেল হলের মালিককে একই অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া ইউনিক ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও গ্রীন ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের মালিকদের সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকায় ডেঙ্গু পরীক্ষা করানোর দায়ে প্রতিষ্ঠানপ্রতি ১০ হাজার টাকা করে জরিমানা গুণতে হয়। মেসার্স মোবারক স্টোরকে পণ্যের মোড়ক ব্যবহার না করায় ১০ হাজার টাকা এবং তিপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে মূল্য তালিকা না থাকা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযুক্ত প্রতিষ্ঠানগুলোর মালিকরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন। অভিযানকালে অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ভোক্তা অধিকার বিষয়ে সচেতনতামূলক লিফলেট ও পামফলেট বিতরণ করা হয়।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা আরিফুল হাসান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর নজরুল ইসলাম, হাইমচর উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর শর্মিলা রানী মণ্ডল এবং বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল সহায়তা প্রদান করে।

ভোক্তা অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান অভিযান পরিচালনাকারী কর্মকর্তা।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ভ্রাম্যমাণ আদালত জরিমানা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর