Logo

সারাদেশ

কিশোরগঞ্জ সেনাক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ২০:৩৩

কিশোরগঞ্জ সেনাক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা

ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জে জেলা প্রশাসন ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) কিশোরগঞ্জ সেনাক্যাম্পে সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের আয়োজনে সকাল থেকে দিনব্যাপী এ চিকিৎসাসেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করেন ১৯ পদাতিক ডিভিশনের ২৩ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাফাত আহমেদ।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, সিভিল সার্জন ডা. শুভ চন্দ্র দেবসহ অন্যরা এ সময় উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ সিএমএইচ ও কিশোরগঞ্জের মেডিসিন, গাইনী ও চর্মরোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের প্রয়োজনীয় সেবা প্রদান করেন। এ সময় প্রায় হাজারো রোগীকে ব্যবস্থাপত্র অনুযায়ী বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

৬০ বছর বয়সী আলিয়া বেগম বলেন, ‘আমার অসুখ-বিসুখে হাসপাতালে যেতে পারি না, টাকা পয়সা নেই। আজ সেনাবাহিনী ওষুধ দিল, টাকা নেয়নি। আমার বুকে ব্যথা, হাঁসতে কষ্ট হয়। আমাকে দেখে ওষুধ দিয়েছে। তাদের এ উদ্যোগে ভালো হয়ে আল্লাহর কাছে তাদের জন্য দোয়া করব।’

আরেক বৃদ্ধা কমলা বানু বলেন, ‘পুতের কাজ নেই, খাওয়ারও অভাব। নাতির জ্বর-কাশি নিয়ে এসেছি, সেনাবাহিনীর ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়েছি। আমি সাঁইবাতের ওষুধ নিয়েছি, কোনো টাকা লাগেনি।’

রিকশাচালক কবির মিয়া বলেন, ‘যে টাকার জন্য কাজ করি, অসুখ হলে হাসপাতালে যাওয়া যায় না। আজ সেনাবাহিনীর ডাক্তার আমাকে ওষুধ দিয়েছে। আমি সাঁইবাতে জোড়বল পাই না, মাথা ঘোরে, তাই ওষুধ নিতে এসেছি।’

জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা বলেন, ‘এমন আয়োজনে এলাকার দরিদ্র ও অসহায় মানুষ বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পেয়ে উপকৃত হয়েছে।’

সেনাবাহিনীর কর্মকর্তারা জানান, আর্থিকভাবে অস্বচ্ছল বা চিকিৎসাসেবা থেকে বঞ্চিত মানুষদের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এ ক্যাম্পের আয়োজন করা হয়েছে। জনগণের পাশে থেকে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে সেনাবাহিনী।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এই মহতী আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এটি শুধু চিকিৎসাসেবা নয়, বরং সেনাবাহিনী ও সাধারণ জনগণের মধ্যে আস্থা ও সৌহার্দ্যের সেতুবন্ধন তৈরি করেছে।

আব্দুর রউফ ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

সেনাবাহিনী

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর