Logo

সারাদেশ

আত্তীকরণ বিধিমালা বাতিলের দাবিতে পলাশে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৩১

আত্তীকরণ বিধিমালা বাতিলের দাবিতে পলাশে শিক্ষকদের অবস্থান কর্মসূচি

ছবি : বাংলাদেশের খবর

শিক্ষক-কর্মচারী আত্তীকরণ বিধিমালা-২০১৮ বাতিল, বৈষম্য নিরসন ও দাবি আদায়ের জন্য নরসিংদীর পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় কলেজ ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ শিক্ষক সমিতি (সকশিস)।

অবস্থান কর্মসূচিতে শিক্ষক-কর্মচারীদের পদোন্নতির জন্য দ্রুত পদ-সোপান প্রণয়ন, আত্তীকৃত শিক্ষক-কর্মচারীদের পে-প্রোটেকশন অবিলম্বে বাস্তবায়ন, সহজ ও দ্রুত প্রক্রিয়ায় চাকরি স্থায়ীকরণ, শিক্ষক-কর্মচারীদের চাকরি বদলিযোগ্য করা এবং একাধিক কলেজে চাকরির অভিজ্ঞতা কার্যকর চাকুরিকাল হিসেবে গণনা করার দাবি তোলা হয়।

কেন্দ্রীয় সকশিসের সভাপতি জাকারিয়া মাহমুদ বলেন, ‘সরকারের কাছে আমাদের সব দাবি যুক্তিযুক্ত। অনতিবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে সারা দেশে আরও বৃহত্তর ও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

তিনি আরও বলেন, ‘২০২৪-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে যে নিরপেক্ষ সরকার গঠিত হয়েছে, তারা দল-মত নির্বিশেষে জনগণের কল্যাণে কাজ করবে—এই প্রত্যাশা আমাদের। তাই শিক্ষক-কর্মচারীদের বঞ্চনা, অমর্যাদা ও বৈষম্য দূর করতে সরকার তাৎক্ষণিক পদক্ষেপ নেবে বলে আশা করছি।’

অন্যান্য বক্তারা বলেন, বিধিমালার জটিলতা, বৈষম্যমূলক ধারা ও দীর্ঘসূত্রতার কারণে আত্তীকৃত শিক্ষক-কর্মচারীরা দীর্ঘদিন ধরে বঞ্চনার শিকার হচ্ছেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়নে মাঠে থাকা শিক্ষকদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে এসব দাবি দ্রুত বাস্তবায়ন জরুরি।

কর্মসূচিতে কেন্দ্রীয় সকশিসের সহ-সভাপতি ভূঁইয়া মহিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. ইলিয়াস মাহাবুবুল মাওলা সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ নেন।

অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণ উপায়ে তাদের ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

মো. বেলায়েত হোসেন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

মানববন্ধন শিক্ষা প্রতিষ্ঠান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর