Logo

সারাদেশ

হাইকোর্টের আদেশ অমান্য করে লক্ষ্মীপুরে চলছে অবৈধ ১৮ ইটভাটা

Icon

লক্ষ্মীপুর প্রতিনিধি

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ১৬:৪৪

হাইকোর্টের আদেশ অমান্য করে লক্ষ্মীপুরে চলছে অবৈধ ১৮ ইটভাটা

ছবি : বাংলাদেশের খবর

লক্ষ্মীপুরের রামগতি, কমলনগর ও সদর উপজেলায় অনুমোদনহীন শতাধিক ইটভাটার মধ্যে ৩৬টি গুড়িয়ে দেওয়া হলেও রামগতির অন্তত ১৮টি ভাটায় এখনও কাঠ পুড়িয়ে ইট তৈরি অব্যাহত রয়েছে। এ নিয়ে স্থানীয় জনগণ ও ক্ষতিগ্রস্ত ভাটা মালিকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, রামগতি উপজেলার চরনেয়ামত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ‘নুরুল ইসলাম ব্রিক্স’ সহ চরহাসান হোসেন ও চরমেহার গ্রামের ‘মেঘনা-১’, ‘মেঘনা-২’, ‘শাহফরান ব্রিক্স’, ‘মোহাম্মদ আলী ব্রিক্স’, ‘সিবিএল ব্রিক্স’, ‘এমবিপি ব্রিক্স’, ‘মদিনা ব্রিক্স’, ‘এসএমবি-১’ ও ‘এসএমবি-২ ব্রিক্স’ নামের ভাটাগুলো এখনও সক্রিয়। এসব ভাটায় দৈনিক হাজার হাজার টন বনজ কাঠ পোড়ানো হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, অন্যান্য পরিবেশবান্ধব ইটভাটা গুড়িয়ে দেওয়া হলেও কাঠ পোড়ানো এই ভাটাগুলোর বিরুদ্ধে কোনো অভিযান না হওয়ায় তারা ক্ষুব্ধ।

তাদের দাবি, ‘কোন অদৃশ্য কারণে এসব ভাটায় এখন পর্যন্ত অভিযান হচ্ছে না।’

উল্লেখ্য, চলতি বছরের ৪ মার্চ হাইকোর্ট রামগতি উপজেলার ৫১টি ইটভাটার মধ্যে অবৈধ ৪৯টি এবং কমলনগর উপজেলার ১০টি ইটভাটা বন্ধের আদেশ দেন। এর মধ্যে জেলাজুড়ে শতাধিক অবৈধ ইটভাটার মধ্যে ৩৬টি ইতোমধ্যে গুড়িয়ে দেওয়া হয়েছে এবং প্রায় ২৬ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

ক্ষতিগ্রস্ত এক ইটভাটা মালিক বলেন, ‘পরিবেশবান্ধব জিগজ্যাগ ভাটা গুড়িয়ে দেওয়া হলেও কাঠ পুড়িয়ে ইট তৈরির ভাটাগুলো কেন বন্ধ করা হচ্ছে না?’

এ বিষয়ে লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশীদ পাঠান বলেন, ‘রামগতি ও কমলনগরে ৫১টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৪৯টিসহ জেলায় প্রায় শতাধিক অবৈধ ইটভাটা চিহ্নিত। জেলা-উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এসব ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।’

হাইকোর্টে সংশ্লিষ্ট রিটের পক্ষে থাকা অ্যাডভোকেট সালাহ উদ্দিন দোলন অভিযোগ নিশ্চিত করে বলেন, আদেশ অমান্য করে এখনও বহু ভাটা চলছে।

মোস্তাফিজুর রহমান টিপু/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হাইকোর্ট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর