ছবি : বাংলাদেশের খবর
নড়াইলে মতুয়া সম্মেলন, আলোচনা সভা ও কবিগান অনুষ্ঠিত হয়েছে। নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের শিমুলিয়া বিধুমুখি সার্বজনীন পূজা মন্দিরে শনিবার (১৩ ডিসেম্বর) এ আয়োজন করে শ্রীশ্রী হরিগুরুচাঁদ মতুয়া মিশনের সংশ্লিষ্ট ওয়ার্ড কমিটি।
হরিচাঁদ মতুয়া মিশনের নড়াইল সদর উপজেলা শাখার সভাপতি সুজয় কুমার বিশ্বাসের সভাপতিত্বে মতুয়া সম্মেলন মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম পাল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন জেলা মতুয়া মিশনের সাধারণ সম্পাদক দেব মজুমদার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক ও রোটারিয়ান ফরিদা ইয়াসমিন।
জেলা মতুয়া মিশনের সভাপতি অসীম পাল বলেন, ‘মতুয়া সম্প্রদায় ভালোবাসার কাঙাল। এই সম্প্রদায় কোনো রাজনৈতিক দলের নয়। ভালোবাসা দিয়ে যারা জয় করতে পারবেন, তারাই মতুয়া সম্প্রদায়ের ভোট পাবেন। আমাদের মতুয়াদের প্রতিটি দলে কম করে এক হাজার লোক আছে। তারা কেউই রাজনৈতিক দলের সঙ্গে থাকে না। নড়াইলে ৪৭টি জায়গায় মতুয়া সম্মেলন হয়। মতুয়ারা এখন সংগঠিত। মতুয়াদের নিয়ে কেউ ছিনিমিনি খেললে তাদের ছাড় দেওয়া হবে না।’
আয়োজক নড়াইল সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক পিষুষ বিশ্বাস বলেন, ‘মতুয়া ধর্মের ইতিহাস, হরিচাঁদ-গুরুচাঁদের আদর্শ, সাম্য, মানবতা ও সামাজিক সম্প্রীতির গুরুত্ব তুলে ধরতে আমাদের এ মতুয়া উৎসব।’
অনুষ্ঠানের শেষ পর্বে কবিগান অনুষ্ঠিত হয়, যেখানে কবিয়ালদের গানে দর্শক-শ্রোতারা ধর্মীয় ও সামাজিক বার্তা সমৃদ্ধ পরিবেশনা উপভোগ করেন। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
এআরএস

