কাভার্ডভ্যানের চাপায় ২ পুলিশ সদস্য নিহত
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৫:০০
কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে লালন শাহ সেতু পার হয়ে কুষ্টিয়াগামী সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইন্সপেক্টর মোজাহারুল ইসলাম ও এএসআই কয়েদ উদ্দিন। তারা দুজনই পাবনা জেলার ঈশ্বরদী ডিএসবিতে কর্মরত ছিলেন।
চৌড়হাস হাইওয়ে থানার ওসি আবু ওবায়েদ জানান, দুই পুলিশ সদস্য ঈশ্বরদী থেকে কুষ্টিয়ার দিকে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথিমধ্যে অজ্ঞাত একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন।
তিনি আরও জানান, নিহতদের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আকরামুজজামান আরিফ/এমবি

