মাইক্রোবাসের পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, আহত ৮
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ১৭:০৭
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে থেমে থাকা মাইক্রোবাসের পেছনে নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের ধাক্কায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদীতে থেমে থাকা মাইক্রোবাসের পেছনে নিয়ন্ত্রণহীন কাভার্ডভ্যানের ধাক্কায় নারী ও শিশুসহ কমপক্ষে ৮ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে মহাসড়কের মাহিলাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানান, খবর পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত আট জনই মাইক্রোবাসের যাত্রী। তারা সকলেই বাকেরগঞ্জ উপজেলার বাসিন্দা।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. শামীম শেখ জানান, মহাসড়কের মাহিলাড়া ডিগ্রি কলেজের সামনে থামানো একটি মাইক্রোবাসের পেছনে কাভার্ডভ্যানটি ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং কয়েকজন আহত হন।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত মাইক্রোবাস ও কাভার্ডভ্যান জব্দ করার পাশাপাশি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এস এম মিজান/এমবি

