নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদী থেকে সৌরভ নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার পাঠাকাটা জেলেপাড়া এলাকায় নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে জেলেপাড়া এলাকার আত্রাই নদীর ধারে সৌরভ পানিতে পড়ে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল প্রায় পাঁচ ঘণ্টা অভিযান চালিয়ে বিকেলে তার লাশ উদ্ধার করে।
মান্দা থানার ওসি মো. মাসুদ রানা জানান, প্রাথমিকভাবে এটি পানিতে ডুবে মৃত্যুর ঘটনা বলে ধারণা করা হচ্ছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হবে।
এম এ রাজ্জাক/এমবি

