Logo

সারাদেশ

বোয়ালমারীতে নিখোঁজের চারদিন পর শিশুর মরদেহ উদ্ধার

Icon

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২৫, ২০:৪৫

বোয়ালমারীতে নিখোঁজের চারদিন পর শিশুর মরদেহ উদ্ধার

শিশু আয়েশা আলম

ফরিদপুরের বোয়ালমারীতে নিখোঁজের চারদিন পর আয়েশা আলম নামে ৬ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বাড়ির পাশের এক পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আয়েশা আলম উপজেলার চতুল গ্রামের স্কুল শিক্ষক খায়রুল আলমের মেয়ে ছিল।

এর আগে গত শুক্রবার দুপুর থেকে শিশুটি নিখোঁজ ছিল। এ ঘটনায় ওই দিনই তার বাবা বাদি হয়ে বোয়ালমারী থানায় একটি সাধারণ ডায়েরি করেছিলেন। শিশুটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিল বলে পরিবারসূত্রে জানা গেছে।

আইএইচ/

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

শিশু মৃত্যু

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর