Logo

সারাদেশ

বগুড়া শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির পুষ্পমাল্য নষ্টের অভিযোগ

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৮:৪০

বগুড়া শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলির পুষ্পমাল্য নষ্টের অভিযোগ

মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়া শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের স্মরণে অর্পিত শ্রদ্ধাঞ্জলির পুষ্পমাল্য নষ্টের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেলে কোনো এক সময় খোকন পার্কসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সচেতন মহলের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত নজরদারির অভাবেই শহীদ মিনার থেকে ফুল নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে, যা শহীদদের প্রতি চরম অবমাননার শামিল।

সরেজমিনে সন্ধ্যা ৮টার দিকে দেখা যায়, শহীদ মিনারের চারপাশে ছড়িয়ে থাকা ফুল কুড়িয়ে নিচ্ছে শিশুরা। কেউ কেউ জুতা পায়ে শহীদ মিনারের ওপর দাঁড়িয়ে ছবি তুলছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এর আগেই বিকাল পৌনে ৫টার দিকে কিছু উৎসুক ব্যক্তি আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই পুষ্পমাল্য নিয়ে সরে পড়ে।

এ ঘটনায় বিজয় দিবস উপলক্ষে শহীদ মিনারে ঘুরতে আসা দর্শনার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। তাদের ভাষ্য, শহীদ দিবস, স্বাধীনতা দিবস ও বিজয় দিবসে শহীদ মিনারে অর্পিত ফুল অন্তত পরদিন ভোর পর্যন্ত সংরক্ষণ করা রাষ্ট্রীয় দায়িত্ব। কিন্তু এবারের ঘটনায় সেই দায়িত্ব পালনে চরম অবহেলা স্পষ্ট হয়েছে।

বগুড়া সদর (৭) নম্বর সেক্টর মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন বলেন, ‘শহীদ মিনারে পুষ্পমাল্য সংরক্ষণের বিষয়ে একাধিকবার প্রস্তাব দেওয়ার পরও গত কয়েক বছর ধরে একই ধরনের ঘটনা ঘটছে।’ তিনি এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বগুড়া জেলা শাখার সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আমিনুল ফরিদ বলেন, ‘শহীদদের উদ্দেশ্যে দেওয়া ফুল যদি মুহূর্তেই হারিয়ে যায়, তাহলে নতুন প্রজন্মের কাছে বিজয় দিবসের তাৎপর্য ম্লান হয়ে যাবে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই।’

এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন বলেন, ‘বিকাল ৫টার আগ মুহূর্তেই শ্রদ্ধাঞ্জলির ফুল সরিয়ে নেওয়া হয়েছে, যা অত্যন্ত লজ্জাজনক।’

এ প্রসঙ্গে শহীদ মিনার থেকে পুষ্পমাল্য হরিলুটের অভিযোগ সম্পর্কে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলামের বক্তব্য জানতে চাইলে তিনি বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। তবে এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে।’

জুয়েল হাসান/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজয় দিবস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর