Logo

সারাদেশ

ফরিদপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের সময় পুলিশ আহত

Icon

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৯:৫১

ফরিদপুরে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারের সময় পুলিশ আহত

ফরিদপুরের সালথায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে ধরার সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে খোরশেদ খান (৪৫) নামে এক কৃষকলীগ নেতা ও তার সহযোগীরা। হামলায় সালথা থানা পুলিশের সহকারী উপপরিদর্শক মুকুল মোল্যার মাথা ফেটে গুরুতর আহত হন। হামলার ঘটনায় কৃষকলীগ নেতা খোরশেদ খানসহ তিন জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ৮টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া নতুন বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আটক খোরশেদ খান গট্টি ইউনিয়নের কৃষকলীগের সহ-সভাপতি। তিনি আগুলদিয়া গ্রামের সাবেক আওয়ামী লীগ নেতা ওসমান খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গট্টি ইউনিয়নের আগুলদিয়া মোড় এলাকায় ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. দেলোয়ার খানকে ধরতে যান সালথা থানা এএসআই মুকুল মোল্যা ও এএসআই আক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ।

এ সময় ওই আসামিকে ধরতে বাধা দেন কৃষকলীগ নেতা খোরশেদ খান। একপর্যায়ে তিনি পুলিশের ওপর হামলা চালান। এতে থানার এএসআই মুকুলের মাথা ফেটে গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

পুলিশের ওপর হামলার বিষয়টি নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলু রহমান খান বলেন, ‘ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করতে গেলে কৃষকলীগ নেতা খোরশেদ খান ও তার সহযোগীরা বাধা প্রদান করেন এবং পুলিশের ওপর হামলা চালান। এতে থানার এএসআই মুকুল মোল্যা আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হামলার ঘটনায় কৃষকলীগ নেতা খোরশেদ খানসহ তিন জনকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

মো. পারভেজ মিয়া

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর