গাজীপুরে ভাঙ্গারির দোকানে আগুন, পুড়েছে ২টি ট্রাক
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪২
ছবি : বাংলাদেশের খবর
গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা–ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারে একটি পুরাতন ভাঙ্গারির দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকানের সব মালামাল পুড়ে গেছে এবং সামনে পার্কিং করা দুটি ট্রাকের সামনের অংশ সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে উপজেলার জৈনা বাজারের দক্ষিণ পাশে ইউটার্ণের পশ্চিমে ফারুকের মালিকানাধীন ভাঙ্গারির দোকানে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে দোকানের সামনে পার্কিং করা দুটি ট্রাকেও।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকানের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক খুঁটির তারে ফায়ারিং হলে সেখান থেকে আগুনের স্ফুলিঙ্গ পড়ে আগুনের সূত্রপাত হয়। পরে ধীরে ধীরে পুরো দোকানে আগুন ছড়িয়ে পড়ে এবং পাশের ট্রাক দুটিতেও আগুন লাগে।

স্থানীয় বাসিন্দারা প্রথমে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুটি ইউনিট প্রায় এক ঘণ্টা পর ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় বাসিন্দা জামাল উদ্দিন বলেন, ‘হঠাৎ আগুনের স্ফুলিঙ্গ পড়ে দোকানে আগুন ধরে যায়। খুব দ্রুত ছড়িয়ে পড়ায় আমরা সবাই মিলে নেভানোর চেষ্টা করি।’
ভাঙ্গারির দোকানের মালিক ফারুক বলেন, ‘আমার দোকানের সব মালামাল পুড়ে গেছে। এতে আমি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছি।’
ট্রাকের চালকরা জানান, দোকানের সামনে পার্কিং করা অবস্থায় আগুন ছড়িয়ে পড়ায় ট্রাক দুটির সামনের অংশ পুড়ে গেছে।
শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ওয়্যারহাউস ইন্সপেক্টর মো. নুরুল করিম জানান, ভাঙ্গারির দোকানের ওপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ হাজার ভোল্টের সঞ্চালন লাইনের কেব্ল থেকে শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের স্ফুলিঙ্গ পড়ে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। রাত ৩টা ৫০ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় আনুমানিক ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এমএইচএস

