Logo

সারাদেশ

হাদি হত্যার প্রতিবাদে নওগাঁয় কফিন মিছিল

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ১৬:২৬

হাদি হত্যার প্রতিবাদে নওগাঁয় কফিন মিছিল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যার প্রতিবাদে নওগাঁ শহরে ছাত্র-জনতার বিক্ষোভ ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে  হত্যার প্রতিবাদে নওগাঁ শহরে ছাত্র-জনতার বিক্ষোভ ও কফিন মিছিল অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুক্তির মোড় থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তারা একটি প্রতীকী কফিন বহন করে বিভিন্ন স্লোগান দেওয়ার মাধ্যমে ঘটনার প্রতিবাদ জানান।

বিক্ষোভকারীরা হাদি হত্যার সুষ্ঠু তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা উল্লেখ করেন, দাবি আদায় না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

মিছিল চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

এম এ রাজ্জাক/এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিক্ষোভ ওসমান হাদি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর