Logo

সারাদেশ

কালিয়াকৈরে মারধর ও চুরির মামলায় আসামি সুরত আলী গ্রেপ্তার

Icon

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৫, ১২:৩০

কালিয়াকৈরে মারধর ও চুরির মামলায় আসামি সুরত আলী গ্রেপ্তার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গলাচিপা মধ্যপাড়া এলাকায় অবস্থিত গোল্ডেন বেঙ্গল ফিশারিজ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠানে হামলা, মারধর ও চুরির ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সুরত আলী। তিনি কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার মৃত কিতাব আলীর ছেলে। শনিবার (২১ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. সুরত আলী। তিনি কালিয়াকৈর উপজেলার গলাচিপা এলাকার মৃত কিতাব আলীর ছেলে, উক্ত প্রতিষ্ঠানের একজন কর্মচারী বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, মামলার এজাহার অনুযায়ী গত ১৮ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টার দিকে পরিকল্পিতভাবে গোল্ডেন বেঙ্গল ফিশারিজ ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও কয়েকজন কর্মচারী, বাদী এস এম ময়দুল ইসলাম ও তার ভাই আতিকুল ইসলাম রিপনের ওপর হামলা চালায়। এ সময় তাকে মারধর করে তার কাছে থাকা নগদ ৬০ হাজার টাকা লুটপাট করা হয় বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর ভুক্তভোগী এস এম ময়দুল ইসলাম কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার বাদী এস এম ময়দুল ইসলাম বলেন, ‘প্রতিষ্ঠানের কয়েকজন লোক পূর্বপরিকল্পিতভাবে আমার ও আমার ভাই আতিকুল ইসলাম রিপনের ওপর হামলা চালিয়ে মারধর করে আমার কাছে থাকা ৬০ হাজার টাকা লুট করে নেয়। এতে আমি শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। পুলিশের অভিযানে একজন আসামি গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করছি এ ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িত সকলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।’

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজিজুর রহমান জানান, ‘গ্রেপ্তারকৃত আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।’

মো. দেলোয়ার হোসেন/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর