Logo

সারাদেশ

উত্তরে হাড়কাঁপাচ্ছে কুয়াশা ও হিমবাতাস

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১০:৫০

উত্তরে হাড়কাঁপাচ্ছে কুয়াশা ও হিমবাতাস

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়। ছবি : বাংলাদেশের খবর

ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে উত্তরের শীতপ্রবণ জেলা পঞ্চগড়। দুইদিন ধরে ঘন কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে হাড় কাঁপছে এ জনপদের মানুষের। শীতের তীব্রতায় সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। সেই সঙ্গে বেড়েছে শীতজনিত নানা রোগব্যাধি।

সোমবার (২২ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। রোববার একই সময়ে তাপমাত্রা ছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন শনিবার রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। জেলার প্রথম শ্রেণির তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগার এসব তথ্য জানিয়েছে।

ভোর ও সকালজুড়ে ঘন কুয়াশার চাদরে ঢেকে থাকে উত্তরের এ জেলা। সড়কগুলোতে ছোট-বড় যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা যায়। কুয়াশার সঙ্গে বইছে হিমেল বাতাস। প্রয়োজনের বাইরে অনেকে ঘর থেকে বের না হলেও জীবিকার তাগিদে কাজে যেতে দেখা গেছে নিম্ন আয়ের মানুষদের। বাড়ির আঙিনায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণ করতে দেখা গেছে অনেক হতদরিদ্র মানুষকে।

পাথর, চা শ্রমিক ও দিনমজুররা জানান, শীতের কারণে কাজে যেতে কষ্ট হচ্ছে। ঘন কুয়াশার সঙ্গে ঠান্ডা বাতাস বইছে। কিন্তু কী করবেন- পরিবারের কথা চিন্তা করেই শীত উপেক্ষা করে কাজে বের হতে হচ্ছে। দিনমজুরদের বক্তব্যেও একই কথা উঠে এসেছে।

এদিকে শীতের কারণে বেড়েছে বিভিন্ন শীতজনিত রোগ। প্রতিদিন সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা রোগ নিয়ে হাসপাতালে বহির্বিভাগে ভিড় করছেন রোগীরা। এদের বেশির ভাগই শিশু ও বয়োবৃদ্ধ। চিকিৎসকরা চিকিৎসার পাশাপাশি শীতে সুরক্ষিত থাকতে বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, গত কয়েকদিন ধরে তাপমাত্রা তুলনামূলক কম রয়েছে। সোমবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। রোববার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড হয়েছিল ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। তার আগের দিন শনিবার রেকর্ড হয়েছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। তিনি জানান, গত ১১ ডিসেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত এ অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

এসকে দোয়েল/এমবি

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

আবহাওয়া

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর