Logo

সারাদেশ

হয় ওসি থাকবে, নতুবা অপরাধী থাকবে : ওসি নোমান

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৪:২৬

হয় ওসি থাকবে, নতুবা অপরাধী থাকবে : ওসি নোমান

ফেনীর দাগনভূঁঞা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান বলেন, ‘হয় ওসি থাকবে নতুবা অপরাধী থাকবে, এক সাথে দুটো থাকতে পারে না।’ 

তিনি আরো বলেন, আমি যোগদান করার পর শীর্ষ ডাকাত, মাদককারবারিসহ অনেক অপরাধীকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ  করেছি। প্রতিটি ইউনিয়নে আইনশৃঙ্খলা রক্ষায় টহল জোরদারের ব্যবস্থা নিয়েছি। 

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজীম নোমান সাংবাদিকদের সাথে আলোচনা কালে বলেন, ‘স্কুল, কলেজ ও মাদ্রাসার আশেপাশে কিশোরগ্যাং প্রতিরোধে কাজ করছি। যেখানে সমস্যা সেখানে পুলিশের উপস্থিতি।

নবাগত ওসি নোমান আরে বলেন, ‘আমি সরকারের এবং এসপি স্যারের নির্দেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ও নিরপেক্ষ এবং ভোটারগণ যাতে কেন্দ্রে গিয়ে তাদের পছন্দের প্রার্থী'কে ভোট দিতে পারে সে লক্ষ্যে কাজ করছি। জনগণ যাতে ঘরের দরজা খোলা রেখে ঘুমাতে পারে সেজন্য পুলিশ কাজ করছে। 

সচেতন মহল জানিয়েছেন, ‘ওসি নোমান সাহেব এ থানায় যোগদান করেছে দশ দিন, এই দশ দিনে একটা ঘটনাও ঘটেনি। আগে যেখানে চুরি-ডাকাতির অসখ্য ঘটনা ঘটেছে।’

উল্লেখ্য যে, তিনি দাগনভূঞা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে ০৭ ডিসেম্বর যোগদান করেছেন।

এম. এমরান পাটোয়ারী/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ পুলিশ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর