পাটগ্রামে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে আটক ৫
মাল্টিমিডিয়া করেসপন্ডেন্ট, লালমনিরহাট
প্রকাশ: ২২ ডিসেম্বর ২০২৫, ১৫:২৬
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। ছবি : বাংলাদেশের খবর
লালমনিরহাটের পাটগ্রামে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে বিশেষ অভিযান চালিয়ে ৫ জনকে আটক করেছে পুলিশ। এ সময় অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত ৭টি ট্রলি জব্দ করা হয়।
সোমবার (২২ ডিসেম্বর) সকালে পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযানে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃতরা হলেন- দুলাল হোসেন, আমিনুর, জামিনুর রহমান, বাধন হোসেন, হাসিব হোসেন, আজম হোসেন। সকলে একই উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
রাহেবুল ইসলাম টিটুল/এমবি

