Logo

সারাদেশ

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

Icon

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৫, ২০:৪৭

প্রথম আলো-ডেইলি স্টারে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে মানববন্ধন

ছবি : বাংলাদেশের খবর

প্রথম আলো ও ডেইলি স্টার পত্রিকার প্রধান কার্যালয়ে হামলা, অগ্নিসংযোগ এবং দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের ওপর হামলা-নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জে কর্মরত গণমাধ্যমকর্মীরা।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এই মানববন্ধনের আয়োজন করেন। এ সময় হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়।

বক্তারা বলেন, ‘হামলা ও অগ্নিসংযোগ করে গণমাধ্যমের কণ্ঠ রোধ করা যাবে না। একটি উগ্র গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে এ ধরনের হামলা চালাচ্ছে। সরকার শুধু বিবৃতি দিয়ে দায় সারছে, কিন্তু অপরাধীদের গ্রেপ্তার করতে ব্যর্থ হচ্ছে।’

তারা আরও বলেন, চব্বিশের অভ্যুত্থান একটি গণতান্ত্রিক, সুরক্ষিত ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত বাংলাদেশের জন্য হয়েছিল। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

মানববন্ধনে দৈনিক মানবজমিন, সমকাল, বাংলাভিশন, বাংলানিউজ টোয়েন্টিফোর, এশিয়ান টিভি, প্রথম আলো, ডেইলি স্টারসহ বিভিন্ন সংবাদমাধ্যমের জেলা প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

হামলা ও ভাংচুর গণমাধ্যম মানববন্ধন

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর