Logo

সারাদেশ

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ বিকল

Icon

নিজস্ব প্রতিবেদক, চাঁদপুর

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৪:০৯

মেঘনায় বাল্কহেডের ধাক্কায় যাত্রীবাহী লঞ্চ বিকল

ছবি : বাংলাদেশের খবর

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহী লঞ্চ ‘এমভি ইমাম হাসান-৫’ বিকল হয়ে পড়েছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে মতলব উত্তর উপজেলার এখলাছপুর এলাকায় মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে।

শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় এ তথ্য নিশ্চিত করেন মতলব উত্তর মোহনপুর নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মোহাম্মদ আলী।

তিনি বলেন, ইমাম হাসান লঞ্চটি ঢাকায় তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান শেষে চাঁদপুরে ফেরার পথে ঘটনাস্থলে এলে ঘন কুয়াশার কারণে থামিয়ে রাখা একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে।

এতে বাল্কহেডটি ক্ষতিগ্রস্ত হয়। লঞ্চটি বড় ধরনের ক্ষতিগ্রস্ত না হলেও যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। লঞ্চে প্রায় সাড়ে চারশ যাত্রী ছিলেন। খবর পেয়ে নৌ পুলিশ লঞ্চ থেকে আটকে পড়া যাত্রীদের ট্রলার ও স্পিডবোট দিয়ে উদ্ধার করে পাড়ে তুলে দেয়।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত লঞ্চটি ঘটনাস্থলেই রয়েছে। নৌ পুলিশ ও লঞ্চের লোকজন পাহারা দিচ্ছে। লঞ্চটি মেরামত করা হলে চাঁদপুর ঘাটে নিয়ে যাওয়া হবে।

আলআমিন ভূঁইয়া/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নৌ দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর