Logo

সারাদেশ

সুনামগঞ্জ সীমান্তে ২৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার

Icon

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৫:০৭

সুনামগঞ্জ সীমান্তে ২৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার

ছবি : বাংলাদেশের খবর

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত থেকে ২৪টি উচ্চক্ষমতাসম্পন্ন ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের মাইজহাটি এলাকা থেকে এ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়।

সুনামগঞ্জ ২৮ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, চারাগাঁও বিওপির বিশেষ টহলদল গোপন তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ১১৯৫/১-এস এর কাছে মাইজহাটি নামক স্থানে তল্লাশি চালায়।

সেখানে পলিথিনে মোড়ানো ও গাছের ডালপালা দিয়ে আড়াল করে রাখা ২৪টি ইলেকট্রিক ডেটনেটর উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ডেটনেটর ব্যবহার করে উচ্চক্ষমতাসম্পন্ন ইম্প্রভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) তৈরি করা সম্ভব বলে জানা গেছে।

এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ‘দেশের বিদ্যমান স্থিতিশীল পরিস্থিতিকে অস্থিতিশীল করা ও নাশকতার উদ্দেশ্যে এ ধরনের বিস্ফোরক দ্রব্য বাংলাদেশে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

তিনি আরও জানান, সীমান্তে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে, মাদক ও অস্ত্রের অনুপ্রবেশ রোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত বিস্ফোরকের বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মেহেদী হাসান/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিজিবি সীমান্ত

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর