দৌলতপুর সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা রুখে দিল বিজিবি
কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৫, ১৭:৪০
ছবি : বাংলাদেশের খবর
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর (পুশ-ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর নিরাপত্তা ও টহল তৎপরতার কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়। পরবর্তীতে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ওই ভারতীয় নাগরিকদের নিজ দেশে ফেরত পাঠানো হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ১১টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর আনুমানিক ২টার দিকে দৌলতপুর উপজেলার মদনের ঘাট এলাকায় সীমান্ত দিয়ে ১৪ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায় বিএসএফ। তাদের মধ্যে ৬ জন পুরুষ, ৪ জন নারী ও ৪ জন শিশু। এ সময় রামকৃষ্ণপুর বিওপির টহল দলের সতর্কতা ও তাৎক্ষণিক তৎপরতায় বিএসএফের ওই প্রচেষ্টা ব্যর্থ হয়।
পরবর্তীতে বিএসএফ সীমান্ত শূন্য রেখার নিকট ভারতের অভ্যন্তরে অবস্থান করে পুনরায় প্রবেশ করানোর চেষ্টা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি সীমান্ত এলাকায় টহল ও নজরদারি আরও জোরদার করে।
এ ঘটনার পর কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীনস্থ আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ১৫৪/৭-এস সংলগ্ন চাইডোবা এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে কোম্পানি কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসএফের পক্ষে নিউ উদয়া ক্যাম্পের এসি অনিল কুমার এবং বিজিবির পক্ষে মহিষকুন্ডি কোম্পানি কমান্ডার সুবেদার মো. আসাদুজ্জামান নেতৃত্ব দেন। বৈঠকে বিজিবির কড়া প্রতিবাদের প্রেক্ষিতে বিএসএফ সীমান্ত শূন্য রেখা থেকে ১৪ জন ভারতীয় নাগরিককে নিজ দেশে ফিরিয়ে নেয়।
বিজিবি জানায়, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে মাদক পাচারসহ সব ধরনের অবৈধ অনুপ্রবেশ ও সীমান্ত অপরাধ প্রতিরোধে সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।
আকরামুজ্জামান আরিফ/এআরএস

