ভাঙ্গায় ট্রাক-অ্যাম্বুলেন্সের সংঘর্ষে স্বামী-স্ত্রী-শ্যালক নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১১:৩২
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও শ্যালকসহ তিনজন নিহত হয়েছেন। ছবি : বাংলাদেশের খবর
ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে স্বামী-স্ত্রী ও শ্যালকসহ তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দূর্ঘটনায় নিহতরা হলেন- যশোর জেলার মনিরামপুর থানার বাসিন্দা রহমতুল্লাহর ছেলে সাকিবুর রহমান নিশান (২৬), যশোরের কেশবপুর থানার বাবর আলীর মেয়ে বিউটি আক্তার (৩০) ও ছেলে মিজানুর রহমান (৪০)।
দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক কৃষ্ণ (৫৫)। তিনি যশোর জেলার সোনাডাঙ্গা থানার বাসিন্দা, বিষ্ণুর ছেলে। অন্য আহত হলেন মিজানুর রহমানের স্ত্রী রোকাইয়া আক্তার (৪০)। আহতদের মধ্যে আরও একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় ও ভাঙ্গা হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মিজানুর রহমান কিছুদিন আগে স্ট্রোকজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। উন্নত চিকিৎসার জন্য শনিবার সকালে তাকে স্ত্রী ও শ্যালকসহ একটি অ্যাম্বুলেন্সযোগে যশোর থেকে ঢাকায় নেওয়া হচ্ছিল। পথে মুনসরাবাদ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয় এবং আরও দুইজন গুরুতর আহত হন।
খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
এ বিষয়ে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। দুর্ঘটনার পর কিছু সময় মহাসড়কে যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হলেও বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইমরান মুন্সী/এমবি

