Logo

সারাদেশ

পাগলা মসজিদে মিলল ৩৫ বস্তা টাকা

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৮

পাগলা মসজিদে মিলল ৩৫ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। ছবি : বাংলাদেশের খবর

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) সকালে মসজিদের ১৩টি লোহার সিন্দুক খোলা হলে ৩৫ বস্তা টাকা পাওয়া যায়। বর্তমানে টাকার গণনার কাজ চলছে।

দানসিন্দুক খোলার সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা। এ সময় পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, মসজিদ পরিচালনা কমিটির সদস্য, ব্যাংক কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৩ মাস ২৭ দিন পর দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৩৫ বস্তা টাকা। যা পূর্বের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি করেছে। ব্যাংক কর্মকর্তাদের তত্ত্বাবধানে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে টাকার গণনা চলছে।

এর আগে গত ৩০ আগস্ট পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। সে সময় ৩২ বস্তা টাকা পাওয়া যায় এবং গণনা শেষে সংগ্রহের পরিমাণ দাঁড়ায় ১২ কোটি ৯ লাখ ৩৭ হাজার ২২০ টাকা। পাশাপাশি বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গিয়েছিল।

সাধারণত প্রতি তিন মাস অন্তর পাগলা মসজিদের দানসিন্দুক খোলা হলেও দেশের সার্বিক পরিস্থিতির কারণে এবার সময়সীমা কিছুটা বাড়ানো হয়। প্রতি শুক্রবার দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক মুসল্লি পাগলা মসজিদে দান করতে আসেন। বিশেষ সময়গুলোতে দানের প্রবণতা আরও বাড়ে। যা দানবাক্সে জমা অর্থের পরিমাণে স্পষ্টভাবে প্রতিফলিত হয়।

উল্লেখ্য, পাগলা মসজিদের দানসিন্দুক থেকে প্রাপ্ত অর্থ মসজিদের উন্নয়ন, গরিব ও অসহায়দের সহায়তা, মাদ্রাসা ও এতিমখানা পরিচালনাসহ বিভিন্ন কল্যাণমূলক কাজে ব্যয় করা হয়ে থাকে।

আব্দুর রউফ ভুঁইয়া/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর