Logo

সারাদেশ

নওগাঁয় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৫

Icon

নওগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:২৯

নওগাঁয় ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৫

নওগাঁর বদলগাছি থানা এলাকায় মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় শুক্রবার (২৬ ডিসেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বদলগাছি থানার হাশিমপুর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় হাশিমপুর গ্রামের জিন্না মণ্ডলের ছেলে লিটন মন্ডল (৪২)-এর কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদক বিক্রয়ে সহায়তার অভিযোগে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মুক্তিনগর গ্রামের ভবেশ চন্দ্র বর্মনের ছেলে অনিক (২০), সাদিসপুর গ্রামের রঞ্জিত চন্দ্র বর্মনের ছেলে আসিক চন্দ্র বর্মন (২০), মুক্তিনগর গ্রামের নিহাররঞ্জন বর্মনের ছেলে পনি চন্দ্র বর্মন (২১) ও মুক্তিনগর গ্রামের আনন্দ রায়ের ছেলে জয়ন্ত রায় (২১)।

পুলিশ জানায়, ‘গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা শাখা বাদী হয়ে বদলগাছি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। তাদের শনিবারে জেলহাজতে পাঠানো হবে।’

এম এ রাজ্জাক/এনএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

গ্রেপ্তার মাদক কারবারি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর