Logo

সারাদেশ

সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

তারেক রহমানের দেশে ফেরার পর নির্বাচন নিয়ে সংশয় নেই

Icon

এম বুরহান উদ্দীন, ঝিনাইদহ

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ১৯:৪০

তারেক রহমানের দেশে ফেরার পর নির্বাচন নিয়ে সংশয় নেই

ছবি : বাংলাদেশের খবর

সদ্য সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর নির্বাচন না হওয়ার আর কোনো সংশয় নেই।

রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে শৈলকুপা উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ঝিনাইদহ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা শেষে তিনি স্থানীয় গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

মো. আসাদুজ্জামান বলেন, ‘২৫শে ডিসেম্বরের পরে নির্বাচন না হওয়ার আর কোনো সংশয়ের জায়গা নেই। যারা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চায়, যারা স্বাধীনতা-সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষা করতে চান, তাদের কাছে আগামী নির্বাচন অত্যন্ত মূল্যবান এবং এই নির্বাচনের কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘আমি যদি নির্বাচিত হই, তাহলে প্রথম অঙ্গীকার বাংলাদেশে সুশাসন নিশ্চিত করা। সুশাসনের সাথে সম্পৃক্ত যা কিছু আছে, সেই পরিবেশ নিশ্চিত করা। শিক্ষা, নারী অধিকার, দুর্নীতিমুক্ত সমাজ এবং মানবাধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা—এই সবকিছুর জন্য কাজ করব। আইনের শাসন নিশ্চিত করা, সর্বোপরি বাংলাদেশের মানুষ যাতে আজীবন নিজের পছন্দমতো ভোট দিতে পারে সেই পরিবেশ নিশ্চিত করাই আমার অঙ্গীকার।’

সাবেক এই অ্যাটর্নি জেনারেল আরও বলেন, ‘আপনারা দেখেছেন, ইতিমধ্যে সংবিধানের ত্রয়োদশ সংশোধনের রায় রিভিউ করে বাংলাদেশের মানুষ যাতে ভোটাধিকার নিশ্চিত করতে পারে, সেই পরিবেশ ফিরিয়ে আনার জন্য আমি সংগ্রাম করেছিলাম এবং সেই সংগ্রামে বিজয়ী হয়েছি। এখন প্রতি পাঁচ বছর পরপর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে। সেই পরিবেশ আমরা আইনসঙ্গতভাবেই নিশ্চিত করেছি।’

তিনি বলেন, ‘বিএনপির পক্ষ থেকে দুর্নীতির বিরুদ্ধে, সুশাসন ও ন্যায়বিচারের পক্ষে, আইনের শাসনের পক্ষে, গণতন্ত্র-মানবাধিকারের পক্ষে এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের পক্ষে আমরা নিরন্তর সংগ্রাম করেছি এবং করব।’

এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মনোনীত প্রার্থী মো. আসাদুজ্জামান। এ সময় জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, ঝিনাইদহ-৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী রাশেদ খাঁন, শৈলকুপা উপজেলা বিএনপির উপদেষ্টা আব্দুল বারী মোল্লা, পৌর বিএনপির সভাপতি আবু তালেব মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

এম বুরহান উদ্দীন/এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বিএনপি ধানের শীষ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর