Logo

সারাদেশ

ঘন কুয়াশায় বরিশাল-ঢাকাসহ সব নৌরুটে চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২৫, ২১:১৬

ঘন কুয়াশায় বরিশাল-ঢাকাসহ সব নৌরুটে চলাচল বন্ধ, যাত্রীদের ভোগান্তি

ছবি : বাংলাদেশের খবর

ঘন কুয়াশার কারণে বরিশাল থেকে ঢাকাসহ দেশের অভ্যন্তরীণ সব নৌরুটে লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে শত শত যাত্রী চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) রোববার সন্ধ্যায় এ সিদ্ধান্ত নেয়। যাত্রী ও নৌযানের নিরাপত্তা বিবেচনা করে নেওয়া এই সিদ্ধান্তে বরিশাল নদীবন্দর থেকে ঢাকাগামী সব লঞ্চ অপেক্ষমান অবস্থায় রয়েছে।

বিআইডব্লিউটিএ বরিশাল বন্দরের সহকারী পরিচালক মো. সোলাইমান বলেন, নদীতে কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় যাত্রী নিরাপত্তার কথা বিবেচনা করে চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত নৌ চলাচল স্থগিত থাকবে।

এদিন বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে এমভি আমান খান-৭, এমভি পারাবত-১০, এমভি পারাবত-১২, সুরভী-৭ ও ভায়রা রুটের লঞ্চগুলো ছাড়ার কথা ছিল। বন্ধ ঘোষণার পর কেবিন যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।

বরিশাল যাত্রীবাহী লঞ্চ মালিক সমিতির নেতারা জানান, ঘন কুয়াশার কারণে গত দুই দিনে একাধিক নৌ দুর্ঘটনা ঘটেছে। শুক্রবার চাঁদপুরের মেঘনা নদীতে এমভি অ্যাডভেঞ্চার-৯ ও এমভি জাকির সম্রাটের সংঘর্ষে চারজন নিহত হন। শনিবার বরিশালের মুলাদি এলাকায় এমভি মহারাজ-৭ লঞ্চের সঙ্গে একটি পণ্যবাহী নৌযানের সংঘর্ষ হয়।

যাত্রীরা জানান, হঠাৎ লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় তাদের গন্তব্যে পৌঁছানো ব্যাহত হচ্ছে। সপ্তাহের প্রথম কার্যদিবস হওয়ায় বাসের টিকিটের সংকটও রয়েছে, ফলে বিকল্প পথে যাতায়াত করাও কঠিন হয়ে পড়েছে।

বন্দর কর্তৃপক্ষ নদীপথে চলাচলের সময় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনেরও নির্দেশ দিয়েছে।

এআরএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

নৌ দুর্ঘটনা

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর