Logo

সারাদেশ

গফরগাঁওয়ে রেললাইনের পাত তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৫, ১১:০০

গফরগাঁওয়ে রেললাইনের পাত তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত তুলে ফেলায় যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেন লাইনচ্যুত হয়েছে।

ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাত তুলে ফেলায় যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে গফরগাঁও উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, ময়মনসিংহ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনটি ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর দিকে সালটিয়া মাঠখোলা এলাকায় পৌঁছায়। এ সময় ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এর ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

ওসি আকতার হোসেন জানান, রাতের আঁধারে দুর্বৃত্তরা আনুমানিক ১৫ ফুট রেললাইনের পাত তুলে নেওয়ায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

ট্রেন চলাচল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর