কুষ্টিয়া ৪টি আসনে ৩৩ প্রার্থীর মনোনয়ন দাখিল
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২৫, ১৩:৫১
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও বিদ্রোহী প্রার্থী মিলিয়ে ৩৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।
এর মধ্যে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপির একজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এছাড়া কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে বিএনপির দুইজন বিদ্রোহী প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে ৮ জন, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে ৮ জন, কুষ্টিয়া-৩ (সদর) আসনে ৭ জন এবং কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সর্বাধিক ১০ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা, বিএনপির বিদ্রোহী প্রার্থী মো. নুরুজ্জামান, জামায়াতে ইসলামীর বেলাল উদ্দীন, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিনুল ইসলাম, জাতীয় পার্টির শাহরিয়ার জামিল, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোহা. বদিরুজ্জামান, গণঅধিকার পরিষদের শাহাবুল ইসলাম ও জাতীয় সমাজতান্ত্রিক দলের গিয়াস উদ্দিন।
কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, জামায়াতে ইসলামীর আব্দুল গফুর, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নুর উদ্দিন আহমেদ, খেলাফত মজলিশের আব্দুল হামিদ, ইসলামী ফ্রন্ট বাংলাদেশের বাবুল আক্তার, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আলী, বাংলাদেশ খেলাফত মজলিশের আরিফুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী আল আহসানুল হক।
কুষ্টিয়া-৩ (সদর) আসনে প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত প্রকৌশলী জাকির হোসেন সরকার, জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজা, খেলাফত মজলিশের সিরাজুল হক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল্লাহ আকন্দ, গণঅধিকার পরিষদের শরিফুল ইসলাম, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর মীর নাজমুল ইসলাম ও বাংলাদেশ রিপাবলিকান পার্টির মোছা. রুম্পা খাতুন।
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত সৈয়দ মেহেদী আহমেদ রুমী, বিএনপির বিদ্রোহী প্রার্থী নুরুল ইসলাম আনছার ও শেখ সাদী, জামায়াতে ইসলামীর আফজাল হোসেন, বাংলাদেশ লেবার পার্টির শহিদুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আনোয়ার খান, বাংলাদেশ সুপ্রিম পার্টি (এএসপি)-এর খায়রুল ইসলাম, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)-এর তরুণ কুমার ঘোষ, গণফোরামের আব্দুল হাকিম মিয়া ও আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর আবু বক্কর সিদ্দিক।
আকরামুজজামান আরিফ/এমবি

